বুকের ভেতরে এক সন্ন্যাসীর ইচ্ছেমৃত্যু হয়েছে!
পাপী জীবন নিরম্বু উপবাসে জানান দিলো সব পাপ এখন
----------শুভ্র চাদরে ঢাকা অভিলাষ!
জলজ্যান্ত কাঠঠোকরা ঠকঠক করে গর্ত করে;
শালগাছের মত দেহ জুড়ে;-
এখন নিজেকে আসবাবে সাজাতে ইচ্ছে করে!
মনে হয়ে ভরে থাকি
কারো সাজানো ড্রয়িং রুমের কোলজুড়ে!
সদ্য জন্ম নেয়া ভালোবাসা!
অথবা একটা কামুক রান্নাঘরের ক্যাবিনেট হই,
-------থরেথরে জমুক উৎস্যুক মশলাদার প্রেম!
সন্ন্যাসী মরে গেলে, আপত্য কলহে জুড়াই নগ্নদেহের লিপ্সা!
সারা দেহ জুড়ে ক্ষুধার্ত কুমিরের মত খাই,
সমগ্র প্রান্তর খেয়ে ফেলে,
এক চুমুকে শুষে নিতে ইচ্ছে করে ব্রীড়ার লজ্জা!
ইচ্ছে করে চুরি করি মহাকাল দ্রষ্টার রত্নভান্ডার- সময়!
বুকের ভেতরে সিন্দুকের চাষ করি,
মর সন্ন্যাসী! এখন পাপীদের জীবন পূণ্যবানের মত হোক,
ঈশ্বর! এবারে স্বর্গের দ্বার খোলো!