গতকাল দুপুরে কবর দিয়ে এসেছিলাম একবুক নারীর ইচ্ছে,
একটা স্বাধীনতার ইচ্ছে, এই জনস্রোতের ভেতরে নির্জন ডুব সাঁতারে-
খুঁজে গিয়েছিলাম বিভাবরী মুক্তোদানা,
দুপুর গড়িয়ে রাত; হাসনাহেনার ঝোপে, বাসা বাঁধে সাপ!
শঙ্খচূড় সাপের মুখে পাপের মনি! --শঙ্খিনী বুকে প্রেম!
---------চাঁদের মুখটাও ছিলো পতিতার ফ্যাঁকাসে হাসির মত!
খসখসে রুজের মুখে কালচে দাগে বাহারী পন্যের ভালবাসা!


গতকাল দুপুরে-
জন্মদিতে চেয়েছিলাম আর একটা কবির দেহ,
সিফিলিসে মরে যে কবি!সেই কবির আত্মার দাহকার্যে
--------------একত্রিত হয়েছিলো গ্রীক দেবতাদের দল!
পৌরাণিক পরকিয়ায় মত্ত রাজহাঁসের ছন্নছাড়া যুগল!


গত দুপুরে,
মর্গের পেছনে চুরি করা লাশের সাথে সঙ্গমে ধরা পরে জীবন্ত মানুষ!
ফাঁসি হয় লাশের! ......মানুষ বিক্রি হয় প্রতি বুধবারে হাটুরে সমাগমে!
সাধনারত শহুরে সন্ন্যাসীরা মুখ লুকিয়ে হাসে লজ্জায়,
-----------তাদের উরুসন্ধিস্থলে রক্তের স্রোত বয়ে যায়,
সন্ন্যাসীরা ষাণ্মাসিক নারী হয়ে যায়!
গর্ভে ধারণ করে কুৎসা রূপী ক্লেদ!
গতকাল দুপুরে,
আমিও মরে গিয়েছিলাম একাকী,
অথর্ব কিশোরের তরুন হবার মত!
হাত ফসকে বেড়িয়ে গিয়েছিলো একটা নির্জন কবিতার লাইন!
একটা নির্জন শঙ্খ বুকের নারীর চাউনি!
-----------একটা ঈপ্সিত পাপের বিকেল!