যা দেখিনি তা আর দেখতে চাইনা, এই সায়াহ্নে এসে,
রৌদ্রগন্ধী ঝিঙেফুল শুকিয়ে মরেছে একেলা,
---আজ তাঁর সৎকারের দিনে দেখতে চাইনা,
চাইনা স্পর্শে মাতি...
চাইলে বেঁচে থাকুক শিশির পরা জিনিয়া ফুলের দাপট!
যা দেখিনি তাতে নাহয়, খেদ থাকুক,
আকাঙ্ক্ষা গুলো উড়িয়ে দেই, যেন সিগারেটের ধোঁয়া,
--------------------ধোঁয়া চলে যায়, মিলায়,
শুধু তর্জনীতে দাগ রেখে যায় নিকোটিন,
বাদামী দাগে, হায়রোগ্লিফিক্সের মত প্রেমের কথা,
দেখতে চাইনা, দেখতে হয়না, সব দেখতে চেওনা,
----------এক বুক বুদ্ধ জেগে ওঠে নির্বানের পথ ধরে,
এখানে প্রতিটা মাথার উপরে একটা করে বোধি বৃক্ষ!
একটা করে ত্রিপিটক ঝুলছে সবার গলায়,
কিংবা অন্যান্য প্রাচীন গ্রন্থ গুলোও শ্বেত পায়রা ছদ্মবেশে;
যা দেখিনি, আর বুঝতে চাইনা, বুঝুক সবাই, অবুঝের মত,
আমিও অবুঝ, --------অকৃত্রিম ভন্ড ভাবুক,
পরিত্রাণের দিনে খুঁজে ফিরি সায়াহ্নের রূপ!