দাঁড়িয়ে আছে আহত যুবক, এক হাতে পরাজয়, অন্য হাতে জন্ম!
অর্ধেক ঈশ্বরের মত চোখে বিভ্রম নিয়ে এই যে দাঁড়িয়ে থাকা;
পদ্মগোখরার মত চোখে পাপড়ি পড়েনা-------
সিন্দুকে জমানো দলিলে বুড়ো আঙুলের ছাপের মত যার পরিচয়!


দাঁড়িয়ে আছে আহত যুবক, কৃষ্ণপক্ষের চাঁদের মত!
অনাদিকাল বয়ে গেছে যারা, যুবক থেকে হয়েছে বৃদ্ধ,
বৃদ্ধরা দিয়েছে অভিশাপ, তাঁদের বুকেও মিছিলের মত আনন্দ ছিলো,


দাঁড়িয়ে আছে অন্ধ যুবক, বৃদ্ধের মত!
শেকলে পড়ানো হয়েছে নতুন শেকল, হাতের হাতকড়ায় নতুন বার্নিশের মত প্রেম,
আহত নিম্নাঙ্গে রক্ত ঝরে,
দাঁড়িয়ে আছে মন্দ্র যুবক, রতিকালীন বিবমিষা নিয়ে!
কৌলীন্যের দোহাই দেয়া সমাজ, আর আতরফ অথবা আশরফ ধর্মের বুলি,
একাকার তাঁর পায়ের স্যান্ডেলে, বুকের কুঁকড়ে যাওয়া লোমে,
হাতের মুঠিতে নব্য ধৌত সার্টিফিকেটের কল্যানে......


দাঁড়িয়ে আছে মৃত যুবক, শিক্ষাপ্রতিষ্ঠান গুলো দেয়াল লিখনে!
দাঁড়িয়ে থাকো যুবক, ঘুমিও না, হেঁটে যেওনা,
দাঁড়িয়ে থাকো যুবক, এখানে তোমার বুকেও একদিন কীলক পুতে দিয়ে ঈশ্বর ঝুলবেন, নতুন দোলনায়.........