তখন সন্ধ্যার আকাশ ফেনী, ঝরিতেছে আম্রমুকুল
তখন শীতল বাতাস গিরিছে, নদীর কূল
আমি বসে দীর্ঘশ্বাসে প্রহর গুণিতেছি।
হঠাৎ কানে এলো তোমার নুপুর ধ্বনি,
যেন এই শান্ত পরিবেশ এই ক্ষণে উতলা সাগরে ঝাঁপ দিল
নিরস চাঁদ লুকালো মেঘের আড়ালে।


আমি নিজেকে আর কঠোর রাখিতে পাইলাম না,তুমি এলে বধু সাজে যা স্বপ্নে দেখেছিলাম  নিজ হৃদয় মাঝে।
তোমার ওই কাজলে ঘেরানো নয়ন সেথা হতে আজ,   শ্রাবণের ধারা বহিছে, নিরবতা শুধুই নীরবতা।
তুমি বাড়ি ফিরে যাও লগ্ন যে ক্ষয়
আর আমাদের প্রেম তো চিরঅক্ষয়
নাই কোন ভয় যাও হাসিমুখে বিদায় দিলাম তারে
কষ্ট রে রাখিলাম গভীর আঁধারে।

কাটিয়া গিয়াছে বহু বছর আজও আম্রমুকুল ধরে
আজও শীতল বাতাস বয়ে তোমার তরে?
আজো তুমি আমার কল্পনায় বধূবেশে
নদীর স্রোতে আমাদের বিরহের কথা ভাসে
দেখো আজও নিরস চাঁদ আকাশে;
আজ নীরবতা বজায় আছে শীতল বাতাসে
শুধু দুই-একটা আম্রমুকুল আমার হৃদয় স্পর্শ করেছে।