আহ্বান আহ্বান


আমি অদম্য অনু ,নবীন তনু সৃষ্টির কারাবাস
আমি নদীর স্রোতের অশান্ত ঢেউয়ের একরাশ উচ্ছ্বাস।
আমি হিরণ্যগর্ভ রূপে আনিয়াছি এই জগতে প্রাণ
আমি চূর্ণ করিয়াছি আছে যত দর্প, অভিমান।


আহ্বান আহ্বান


আমি সত্যের দিয়েছি দিশা মোহিনী নিবাস্থলে,
আমি অধর্মরে দিয়েছি ফেলে অগাধ কালো জলে।
নিশি অন্ধকার হতে কে ডাকে বারেবার,
এসো মম দ্বার, এসো মম দ্বার।

তুমি তান্ডবের ঘটনা ঘটা হিমের সৈকত,
তুমি সৃষ্টির নতুন আলোর নতুন দিশার দুর্গম এক পথ।
তুমি শৃংখল খোলা এই জগতের নানান একমত,
তুমি বিশ্বসারথী, প্রমোদ নিষ্ঠা কেবলই এক সৎ।


আহবান আহ্বান


তোমার তরে এই মিনতি,
এসো দ্বারে এসো দ্বারে

আহ্বান আহ্বান