জানালা আজও খোলা,
অন্তরের কথা হইল না বলা।
গোধূলির ধুলোয় ভরিয়া গেল দুই চোখ
হৃদয় বারে বার কাঁদিয়া উঠিলো,
বিমূঢ় হইয়া এখনো, বসিয়া আছো জানালার দ্বারে,
দুর্ভাগ্য, আজও হইল না বলা।
সন্ধ্যায় শান্ত বাতাস বহিয়া গেল দূর হতে
শিহরণ জাগিলো মোর মনে,
অনেক কথা নিয়ে এসেছিলাম তোমার পানে,
তুমি ব্যাস্ত ছিলে ,তাই হইল না বলা।