তুমি জগতের কবি, নতুন রবি,
তোমার সুরে সৃষ্ট সবই,
জলের উপর পড়ন্ত ছবি,
সত্যি তুমি এক জ্বলন্ত রবি।
সৃষ্টির ধ্বংসে প্রাণের ধারা,
তোমার মতো প্রাচীন কারা।
হয়তো তুমি প্রাচীন কবি তবুও,
নতুন পাতায় তোমার ছবি।
সত্য কে শ্রেষ্ঠ রেখে, লিখে যাওয়া তোমার
গানের ধারা, ছদ্ম নামের আড়ালে,
ভানুসিংহ তুমি ছাড়া আর কারা ।
ছন্দময় পৃথিবীর কাছে তুলেছ,
না জানা বাংলার ধরন,
ভারতবাসী তোমায় চিরদিন সদরে করবে বরণ।



কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে লিখেছিলাম "নতুন রবি"