হে ত্যাগী সুশ্রী সন্ন্যাসিনী,
তোমার রূপ সহস্য যামিনী।
সত্যি কি মোহ নাই সংসারের প্রতি?
তুমি চলিয়া গেলে সবই অন্ধকার গতি।


হয়তো কোনদিন শুকাবে জলরাশি,
হয়তো কোনদিন ধ্বংস হবে তাশী
কিন্তু তোমার রূপ থাকিবে সুহাসিনী,
তুমি চিরদিন থাকিবে লাবণ্যময়,সন্ন্যাসিনী।