পথ যে রয়েছে আরও বাকি
এগিয়ে যাব রুদ্ধশ্বাসে দেবনা আর ফাঁকি ।।


বাধা-বিপত্তি গোড়ামী সব উপড়ে দেবো ফেলে
নবসমাজের বিপ্লবের এনে দেব সব ঢেলে।


পথ যে রয়েছে আরও বাকি
এগিয়ে যাব রুদ্ধশ্বাসে দেবনা আর ফাঁকি।।


জাতপাত এই বর্ণবিভেদ উচ্ছেদ করিব সব
বিদ্রোহের রক্তে ফানাইয়া জাগিবে কলরব।
রাজনীতি আজ দাবা খেলায়, রাজা রয়েছে মন
সৈনিকেরা কাঁটা পড়েছে কাঁটা পড়েছে শ্রম;
ক্রোধের আগ্নেয়গিরি বিস্ফোরণের  হয়েছে উপক্রম


পথ যে রয়েছে আর বাকি
এগিয়ে যাব রুদ্ধশ্বাসে দেব না আর ফাঁকি।।


দুর্বলের অস্ত্র দেবো, সবল রে করিব ঢাল
বিপ্লবের নৌকায় আজ তুলিব রাঙাপাল
এগিয়ে যাব বিপরীত স্রোতে ভাঙ্গি সবার তরী
আনিব মহামারী,  বিদ্রোহের মহামারী।
  
ভয়ের ভেতরে জয়ের আগুন জ্বালাবো কানে কানে
ভেসে যাবে জয়ের আগুন ঝড় তুফানে,


পথ যে রয়েছে আরও বাকি
এগিয়ে যাব রুদ্ধশ্বাসে দেব না আর ফাঁকি।।