পলাশের বনে ফুলের বাহার কতনা রঙ্গের কলি,
এসো বসন্ত, জমানো কথা তোমায় এবার বলি।
ওই যে দূরে কোকিল ডাকে শিমূল গাছের পারে,
গন্ধহীন সেই ফুলের মাঝে বসন্তের খোঁজ করে।
মনে পড়ে সেই দোলের খেলা নানা রঙ্গের গন্ধ,
শান্তিনিকেতনে বসন্ত উৎসব, আহা এক অন্যরকম ছন্দ।
চায়ের কাপে এক চুমুকে দিন হয়না শেষ,
সূর্য এখনো মাথার উপর দাঁড়িয়ে রয়েছে বেশ।
বসন্তের এই শান্ত দুপুর ক্ষয়ছে সুরে সুরে,
শুনেছি নাকি এই দুপুরে ময়ূর নিত্য করে।
বসন্ত এবার আস্তে আস্তে তোমার সাথে চলা
অনেক ছিল কথা যা বাকি রইলো বলা।