চোখের কোণে ঘুম নামেনা, নিদ্রা গেছে ঘরে,
কাজের চিন্তা করতে গিয়ে, চুল গেছে সব ঝরে।
একশো দিনের কাজের খবর কানে এলো সবে
আচ্ছা! বাকি দিনগুলো কি, না খেয়ে মরতে হবে?
এমনি করে দিনগুলো সব চলছিলো সুরে সুরে
হটাৎ করে করোনা এসে দিলো সব ঘুরিয়ে।
ঘরে ঘরে সব অনাহার, দুঃখতে ভরা
সকল জমা সম্পদ, এবার পড়লো ধরা।
ক্লান্ত সুরে, দোর দোর ঘুরে খাচ্ছি বাসি রুটি,
কে জানে? কবে হবে এই বেকারত্ব থেকে ছুটি।
দিন শেষ হয় সন্ধ্যা নামে, এক অদ্ভুত আলোর বেসে,
বোধয়; ক্ষণিকের জন্য ক্লান্তির অবশেষ।
ঘুম ঘুম চোখে হানা দেয় শোকের জল,
নিদ্রা বলে যা বলার, আমায় এসে বল।
সকাল হলেই দেখা যায়, হাজার হাজার বেকারত্বের দল।