তুমি কালবৈশাখীর কালো ঝড়,
                যেথা বও
        ভেঙে করো চুরমার।


তুমি ইতিহাসের ধামাচাপা পড়া অধ্যায়,
                তোমার রহস্য
               জানা সম্ভব নয়।


তোমার রূপ আসলে প্রলোভন,
                সেই ফাঁদে
           মরে কত সাধুজন।


তোমার মধুমাখা মুখের বাণী,
              বৃদ্ধি করে
   মনের  যাতনা, বুকের গ্লানি।


নিষ্পাপ মনে হওয়া ঐ চোখের চাহুনি,
                তাতে সম্মোহিত
     হয়ে মান হারায়  কত জ্ঞাণী-গুণী।


তোমার হাসি আসলে মরণ-ফাঁদ,
                সেই হাসিতে
            কতজন  কুপকাত!


তোমার কান্না তোমারই  নিয়ন্ত্র্রনে,
             তুমি কেঁদে ফেলো
         যখন তখন বিনা কারণে।


তোমার ভালোবাসা আসলে ভণ্ডামি!
                যা সকলের
      জানা, শুধু ব্যতিক্রম আমি।


তোমার হৃদয়ে  বিষের উপস্থিতি,
                তোমার ছোঁয়া
              জীবন করে ইতি।


তবুও আমি তোমার কাছে আসি,
               মরণ জেনেও
          তোমায় ভালোবাসি!