প্রেমমালা লয়ে
ঘুরি হন্যে হয়ে,
তবু সঙ্গিনী নাহি মেলে !

     চেয়েছিনু যারে,
     হারাইলো আঁধারে,
     ভালোবাসা হইল সেকেলে !

          আজি বিরহের সনে,
          গাহি আপন মনে,
          মনে উৎকন্ঠা ভাব !

               আমারে ডাকিছে গগন,
               কোনো শুভ লগন,
               আর তোরে মাগিছে দুইটি হাত !

               তোর গোলাপি  ঠোঁটে
               যবে শুভ্র হাসি ফোটে,
               এই হৃদয়ে লাগে দোলা !

          তোর নেশামাখা আঁখি,
          যেন জ্বলিছে জোনাকি,
          তবু কত কথা থাকে অবলা !

     তোর মায়াময়ী অমৃতকক্ষে,
     সাধের উন্নত বক্ষে,
     অশেষ অমৃত ভান্ডার !

আমি মাগি তোরে,
দিবা - নিশি - ভোরে,
জানি এবারেও ছিঁড়িবে হৃদয়ের তার !