কবর ফুঁড়ে উঠে আসে নীলাক্ত জিন, ভয় দেখায়
অট্টহাসি হাসে, বাদুড় হয়, রূপান্তরিত হয়
শতরূপে অপরূপা আসামীর শান দেওয়া দাঁত
লম্বা হয়ে আসে হাত, নখগুলো অস্থির তাঁর
এই যেন জ‍্যান্ত চিবিয়ে খাবে কড়মড় কড়মড়,
গঙ্গার জল ছিটিয়ে দিয়ে লাভ নেই
শ্মশানের ভূতুড়ে অবহে ওরা যে বহ্মদৈতির বন্ধু!


সর্ষের ভেতরে ভূত, সবাই জানে, আরো জানে--
" ভূত আমার পূত পেত্নী আমার ঝি
'ড‍্যাশ' 'ড‍্যাশ' সাথে আছে ভয়টা আবার কি?"
...ভ‍্যামপায়ারদের ভয়? শাকচুন্নিকে ভয়?
নাকি আজকাল ভগবানের নামের আলাদা মানে!
দশচক্রে ভগবান ভূত!
জানিনা বাবা!
তবে ওই সূদর্শন চক্র অর্থাৎ কর্মফলের চক্র, ওটা
ওটা কিন্তু ঠিক কাজ করে!
ওটাই ভরসা।
গদাযুদ্ধে অনিয়ম হতে পারে
কিন্তু দিনশেষে অন‍্যায় মরে।
বারবার অশরীরীরা চায় মাথাচাড়া দিতে
কিন্তু এইজগতটা যে ইহলোক,
এখানে স্থান নেই প্রেতাত্মার
বড়োজোর ক্ষণস্থায়ী ঢেঁকুর তুলে ওরা
তবে ওরা অনেকজন, অনেক দল
পালাবদল করে আসে, এটাই উদ্বেগ!
তাই তো বারবার কষ্ট করে জন্ম নেন সুমধুর ড‍্যাশ।
ড‍্যাশকে প্রণাম। তুমিও ড‍্যাশ।।