তুমি বললে 'গল্প বলো'
বললাম, কী গল্প শুনবে বলো--
এক যে ছিল রাজা, রাণী?
তুমি বললে 'জানি জানি'
বললাম, ওরা আজ সম্রাট-সম্রাজ্ঞী...
তুমি বললে 'কী ভাগ‍্যি কী ভাগ‍্যি!'
আমি বললাম, ভাগ্য নয় মনের জোর!
তুমি বললে 'রাণীর আদর!'
আমি বললাম, যুদ্ধের জয়...
তুমি বললে 'না, রাণীর হৃদয়!'
আমি বললাম, থাক, আর বলবোনা,
তুমি বললে 'বলোনা, প্লিজ বলোনা'।
জড়িয়ে ধরে বললাম, তোমার মাথা
তুমি বললে 'দুষ্টু কোথা!'