জীবনে বাঁচার মানে খুঁজতে চায় জীবন-


আজও আমি দেখি-
মরণের পারে দোদুল্যমান জীবন জীবনের ছন্দটাকে আঁকড়ে ধরে,
মরণের মাঝেই যেন তার নবজীবন; নবজাতকের চিৎকারে
তার সাড়া মেলে-


আজও আমি দেখি-
সেই চার দেওয়ালের মধ্যে জীবন, সুরাপাত্র ভরা নেশায়
খুঁজে নেয় স্পর্শে সুখের অনুভুতি; স্বল্প আলোয়
চিনে নেওয়া মায়াজালে-


আজও আমি দেখি-
সেই রাত্রির অন্ধকার, একটু বাঁচার তাগিদে শরীর- উপভোগ নয়
উপভোগের আধার হওয়া; যেথা শরীরের জন্য শরীর বিক্রি হয়
অজানা এক নালিশে-


আজও আমি দেখি-
সব আবেশ ঢেলে রিক্ত বিভীষিকা ছেড়ে আসে তার স্বপ্নলোক,
রক্তবর্ণ দুটি আঁখি ঘরে ফেরে অন্ধকারে, রাতজাগা দুটি চোখ
দুঃখ চেপে ধরে বালিশে-


আজও আমি দেখি-
        রাত্রির অবগুণ্ঠন সরে যায়
ঊষার আলোয় রাঙানো প্রাতে,
        স্নিগ্ধ মায়ায় জড়ানো চোখদুটি পাপড়ি মেলে
নবারুণের সাথে-


জীবনে বাঁচার মানে খুঁজতে চায় জীবন-