নাহি শুনি বাধা         বৃথা যায় সাধা
        বাসনা দিতেছে তাড়া,
চলি চুপিসারে          নিশির বাসরে
        তুচ্ছ এ বারিষ ধারা।
পথে যত ভয়          সবে করি জয়
        কলঙ্কে না হয় ভিন্ন,
হোক না আঁধার       রুধিবে কে আর
        বাঁধন আজিকে ছিন্ন।
তব প্রেমনামে         ছাড়ি নিজ ধামে
        সহি সব ব্যথা হাসি,
এই দেহ-মন          সবি নিবেদন
        ওই পদতলে আসি।
প্রেম দরিয়ায়         পাগল এ প্রায়
        হৃদয় উঠিছে মাতি,
মন ছুটি যায়          ধরি রাখা দায়
        শত জনমের সাথী।।