আক্ষেপ
              মুখোশ (অরিন্দম মাইতি)


বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব
পাঁচ বছর অন্তর আসে,
জনগণরা অধিকার দেয়
ইভিএমের ব্যালটে।
পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা ইলেকশন,
সারি সারি পোস্টার, ফ্লেক্স আর ভাষণ,
ভোট দিয়ে করি এম.এল.এ বা এম.পি. নির্বাচন,
এলাকায় যাতে হয় উন্নয়ন।
তমলুক লোকসভার-
তমলুকে আমার বাড়ি,
বাইরের প্রার্থীদের এনে
চড়াচ্ছে দামি গাড়ি!
এখানে কি যোগ্য কেউ নেই?
প্রশ্ন আমার মনে
এরকম কথা কেহ বলে না
সাহস পায় না জেনে।
একবার জিতে প্রতিনিধি হলে
চিনে না তাঁরা কেউ,
কাজের প্রয়োজনে পায়না কেহ
ছুটে ছুটে হয়ে যায় ফেউ।
ভাবতে পারো বহিরাগত
এলাকা করবে উন্নমন!
অধিবেশন, ফিতা কেটে,
শিলান‍্যাসে থমকে যাবে সব উন্নয়ন।
উন্নয়নের টাকা এলে পর
নেতারা তিড়িং  তিড়িং লাফায়,
একটু-আধটু কাজ করে দিয়ে
পকেট ভরায় টাকায়।
রাজনীতি ভালো বৃত্তি
যদি মেনে চলে সৎনীতি,
তাহলে দেশে থাকবে না তো
দুর্নীতিবাজদের টিকি।
ভাবার এবার  সময় এসেছে
এলাকার প্রার্থী দাঁড় করানোর,
লড়াই করে ক্ষমতা ছিনিয়ে
দায়িত্ব হলো প্রার্থীকে জিতানোর।