বনের আগুন


                   মুখোশ


তুমি আস, তুমি চলিয়া যাও
বনের আগুন জ্বালিয়া দাও।
মুগ্ধ হয়ে চেয়ে দেখি
শলাকা হাতে এ কে?
তুমি কি এসেছো এ বছরে?
দিবালোকে ঘর্ম গাএে,
ঘুরে বেড়াই কর্মক্ষেত্রে।
বিকেল হতে আবেগ, আবেশ
চেপে ধরে হৃদমাঝারে।
তুমি কি এসেছো এ বছরে?
স্নিগ্ধতার পরশ পেয়ে সবাই যখন
আলগা হয়; তনুখানি মেলে ধরে,
মিষ্টি কূজন ভেসে বেড়ায়
সকাল হতে সন্ধ‍্যে।
তুমি এসেছো  কি এ বছরে?
তোমার উপর রাগ হয়
কেন তুমি চলে যাও?
আসো আবার বছরফেরে-
থেকো না কেন সঙ্গে?
তুমি এসেছো কি এ বছরে?