ডাক্তারি পেশা
মুখোশ
একবিংশ শতকে রয়েছে যত পেশা
ডাক্তারিতে চান্স পাওয়া এক নম্বর নেশা।
এত কিছু লোকে বলে একবার যদি পায় নীট
পাস করে চেম্বার খুলে মার্কেট করবে হিট।
কোচিং- টোচিং নিয়ে একবার পায় যদি ডাক্তারি
পাশ করার পাঁচ বছর পর, গড়ে তুলবে রাজবাড়ি।
গার্ডিয়ানরাও সাকসেস চায়, সন্তানের কথা ভেবে
সন্তান কি সেটার যোগ্য কিনা! দেখেছে কি মেপে?
ইনকামের বহর দেখে শিক্ষার্থীদের লোভ লালসা আসে
শেষে কিনা উচ্চ মাধ্যমিকে চিৎপটাং! সব দিকটা জলে ভাসে।
এই শিক্ষার্থীরা পাস করলে ডাক্তার যখন হবে
বাঁচা রোগী মেরে দেবার প্রেসক্রিপশন তৈরি করবে!
দায় নেই কারোরই,  রোগী বাঁচুক কি মরুক?
নার্সিংহোমের ব্যবসা যেন লাফিয়ে লাফিয়ে বাড়ুক।
দালাল,কমিশন আরো কত কি? ডাক্তার রোগীকে চালায় ছুরি
অসহায়তার সুযোগ নিয়ে  এরা গরীবের ধন করে চুরি।
শেষে বলি স্বপ্ন ভালো ,আরও ভালো শেষ
পছন্দমতো বিষয় নিয়ে এগিয়ে চলাই বেশ।