ন‍্যাড়াপোড়া
                     মুখোশ


স্মৃতিগুলো যত ঘাঁটি, চেপে ধরে মোরে
হোলির পূর্বদিন রাতে,
মনে পড়ে, প্রাথমিক পাঠকালে
মজা হতো ন্যাড়াপোড়াতে।
টিফিনে ছুটি হলে পর বাড়ি ফিরে
না খেয়ে বেরিয়ে পড়া,
ছোট ছোট সমবয়সী মিলে
অবুঝ মনে আনন্দ করা।
কোথাও হোলিকা দহন,কোথাও বা ন্যাড়া পোড়া
শুষ্ক জ্বালানি দিয়ে তৈরি শিল্পকলা,
এক নিমেষে আগুনে ছাই হয়ে
করতাম মজার ছলে খেলা খেলা।
আজ হঠাৎ মনে হল, কেন বড় হলাম-
সৃষ্টির লীলা খেলায়;
মনের দহন জ্বালায় পুড়ে ছাই হয়
লজ্জা টেনে ধরে নিয়ে বিবেক বাড়ায়।
হোলিকা দহনে রয়েছে
পৌরাণিক আখ্যান,
অশুভ শক্তির বিনাশে
শুভ শক্তির উত্থান।
গ্রাম শহর জুড়ে নগরায়নের ধারা
অব্যাহত থাকে উন্নয়নের গতি,
আমাদের সন্তানদের কাছে
এসব কিছুর ঘটেছে বিলুপ্তি।