তোমায় বুঝে ওঠা আমার কাছে অসম্ভব,
ছোট বেলা থেকেই যে তোমার খুব ভাব ।
সাজিয়েছ নিজের রূপকে তুমি নানা বেশে নানা সাজে,
সময়ের অভ্যন্তরে,দিন হোক বা রাতের শেষে ।
ছয়-সাত পেরতেই শুরু হয় নতুন বায়না,
কখন লাল ফিতে,চিরূনি,কখন আবার আয়না ।
তারপর যদি থাকে কোন চাকুরে দাদা,
তাহলে তো তোমার সাজগোজে আরো ফয়দা ।
বয়স যখন তোমার সতেরো আঠেড়ো,
হাতির পাঁচ পা দেখে তুমি হও অভদ্র ।
বয়সের রং লাগিয়ে তুমি হও পিরীতি-চাতুরি,
নিজের রূপ ক্ষমতায় কর ছেলেদের মন চুরি ।
পঁচিশের পঁচিশে বৈশাখে তুমি হও প্রকৃত নারী,
বুদ্ধি দিয়ে খোজ তুমি অভিজাত শশুরবাড়ি ।
বিবাহ জীবনের পর তুমি সন্তান জন্ম দাও,
মমতা ও মাতৃত্বের জন্য সকলের প্রেয় হও ।
তোমাকে নিয়ে ঈশ্বরের কাছে একটাই প্রশ্নের উদয়,
এ কি সৃষ্টি তোমার যা এত পরিবর্তিত  হয় ।।    
                          
                                         ----- অরিন্দম এক্স ভৌমিক