সব কান্নায় যেমনি দুঃখ থাকে না ,
সব হাসিতে থাকেনা তেমনি সুখ।


মানুষ কাঁদে, মানুষ হাসে
মানুষ নিজেকে লুকিয়ে রাখে।
আজীবনই মানুষ এই কান্না হাসির মাঝে
নিজেকে লুকায় তার মনের বিপরীতে।
কিছু মানুষ এমন হয় যারা দুঃখের মাঝে সুখ খুঁজে।
আবার কিছু মানুষ এমনও হয় যারা সুখের আড়ালে দুঃখ লুকায়।


কষ্ট নিয়েই যে শুধু সে কাঁদে তা নয়।
কখনো কখনো সুখেও সে কাঁদে।
এই কান্নায় সে সুখ খুঁজে পায়।
বাঁধ ভাঙা খুশিতে সে কান্নায় ফেটে পড়ে।
সমস্ত সুখ গুলোকে কান্নার পবিত্র জল ছুঁয়ে দেয়। পবিত্র করে নেয় সুখ গুলোকে ,
কান্নার জলে যেন নজর না লেগে যায়।


একটা হাস্যোজ্জ্বল চেহারার পেছনে
তেমনি লুকিয়ে থাকে এক জীবন দুঃখের গল্প ।
তার চোখের মাঝেও থাকে হাজারটা প্রশ্ন।
কিন্তু সে মানুষটার মুখে প্রতিবাদ নয় থাকে মলিন কিছু হাসি। কিংবা নেত্রকোণে জলের বিপরীতে থাকে নিদ্রাহীন দীর্ঘ রজনীর গাঢ় কাল ছায়া।


কিছু মানুষ এমনও হয়!!!
যার দুঃখে কান্নায় ভেজা জল থাকেনা,
যার হাসিতে এক বিন্দু সুখের ছোঁয়া থাকেনা।
তবুও মানুষ কাঁদে।
তবুও মানুষ হাসে ।


সব কান্নায় যেমনি দুঃখ থাকে না ,
সব হাসিতে থাকেনা তেমনি সুখ।
এমনও হয় কিছু মানুষ,
কিছু মানুষ এমনও হয়