আমি এমন একটা তুমি চাই
যে তুমি আমার কাব্যের ভাষা হয়ে
ফোটাবে নিত্যনতুন ভালোবাসার ফুল
কাব্য প্রেমের শুভ পরিনয় --
আমি এমন একটা তুমি চাই
যে তুমি গীতাঞ্জলির সুর তাল ছন্দ লয়ে
আমার হৃদয়ে তুলবে সুরের মূর্ছনা ।
আমি এমন একটা তুমি চাই
যে আমার ভুলত্রুটির অংশীদার হয়ে
আমায় শুদ্ধ করবে ভালোবাসার সোনার কাঠির ছোঁয়ায়
আমার যত পাপ যত গ্লানি সবকিছু
নিজের সম্পত্তি মনে করে দলিল করে নবে
চিরতরে বুকের গভীরে।
আমি এমন একটা তুমি চাই
যে নির্দ্বিধায় আমার ভিতরের নিয়ম অনিয়ম
ভালোবাসার ঝুলিতে রেখে দেবে সারাজীবন।
আমি এমন একটা তুমি চাই
যে তুমি আমার একাকীত্বের আর নিঃসঙ্গতার কান্না
মুছিয়ে দেবে ভেজা ঠোঁটের শীতল স্পর্শে
আমি শুধু সেই তুমিকে চাই ।
আমি এমন একটা তুমি চাই
যে তুমি হবে আমার জন্মান্তরের ঠিকানা,
আমার এমন তুমি চাই
যে তুমি আমার জন্য হতে পারে দুরন্ত সাগর
যার স্রোতে আমি অবাধে বিচরণ করতে পারি ।
আমি ঠিক এই রকম একটা তুমি চাই
যে তুমি আদরে আদরে ভরিয়ে দেবে আমাকে
জড়িয়ে রাখবে শীতের ঊষ্ণ চাদর হয়ে
সেই তুমি ছাড়া আমার চাইনা অন্যকিছুই।