আমাদের কিছু দিন ছিলো!
স্কুলের সেই বড় বকুল আর কৃষ্ণচূড়ার গাছের নিচে,
কিছু বকুল আর কৃষ্ণচূড়া টুপটাপ ঝড়ে যেত,
সেই ফুল কুড়ানো নিয়ে সে কি দৌড়া-দৌড়ি
মনে পড়ে?
পাগলামির ছলে কতশত বার যে,
ফুল গুলো ছুয়ে বলিয়েছি তোরা আমার আচ্ছা?
তোরাও মুচকি হেসে বলতি আচ্ছা।


এখন আর স্কুলের সেই বকুল আর কৃষ্ণচূড়ার তলায় ভুলেও পা ফেলা হয় না...
গাছ গুলো এখনো নিরব দর্শকের মতো সাক্ষী হচ্ছে কতশত বন্ধুত্বের!
শুধু আমি আর তোরা আজ দু-প্রান্তে,,
আমি একা!
তোরা কি তা অজানা!
জানিস সেদিন ছেড়ে আসার সময় কোন এক ফাকে বকুল আর কৃষ্ণচূড়া ডুকরে কেঁদে উঠেছিল লুকিয়ে!
আর এখনও কাঁদে যখন আবারও শোনে তারা আমার কথা!