ছোটবেলায় জানতাম মিথ্যা বলা মহাপাপ
বড়বেলায় জানি সত্যি বলা মহাপাপ।।


ছোটবেলায় দেখতাম খেলনা মুখোশ,
বড়বেলায় দেখছি খেলনা মুখোশ ছাড়াই মানুষ খেলে দেয়।।


ছোটবেলায় ধুমধাম পড়ে যেতাম তখন সবাই আগলে এসে ধরতো,
বড়বেলায় পড়তে না চাইলেও কথার ধাক্কা খেয়ে পড়তে হয়।।


ছোটবেলায় অনেক কিছু করেও পার পেয়ে গেছি,
বড় বেলায় কিছু না করেও দোষী।।


ছোটবেলায় কান্না না করার ভয়ে কত কিছু করতো,
বড়বেলায় চোখের জলের মূল্যটাই নেই কারো কাছে।।


ছোটবেলায় খারাপ চেহারাতেও কত আদর যত্ন সবার,
বড়বেলায় খারাপ চেহারার কারণে কত নিগৃহীত হতে হয়।।


ছোটবেলায় আনন্দ খুঁজে নিতাম প্রতিটা ক্ষেত্রে,
বড়বেলায় আনন্দ করার মত কোন ক্ষেত্রই খুঁজে পাই না।।


ছোটবেলায় মনে অনেক প্রশ্ন জাগতো এবং প্রশ্ন টা করেই ফেলতাম,
বড়বেলায় প্রশ্ন জাগলেও করার মত কোন মানুষ নাই।।


ছোটবেলায় 'অবহেলা' শব্দটা ছিলো ভিনদেশী শব্দ,
বড়বেলায় 'অবহেলা' শব্দটাকে খুবই আপন লাগে।।


ছোটবেলায় 'ভালোবাসা' শব্দটা ছিলো বিশ্বাসে ভরা,
বড়বেলায় 'ভালোবাসা' শব্দটা অবিশ্বাসে পরিপূর্ণ।।


ছোটবেলায় না বুঝে না চিনে সবাইকে বিশ্বাস করতে পেরেছি,
বড়বেলায় বিশ্বাস শব্দটাকে বিশ্বাস করতে কষ্ট হয়।।


ছোটবেলায় মুক্ত আকাশের নিচে দম ভরে নিঃশ্বাস নিতে পেরেছিলাম,
বড়বেলায় একই মুক্ত আকাশের নিচে গিয়েও দম ভরে নিঃশ্বাস নিতে পারি না দম বন্ধ হয়ে আসে।।


ছোটবেলায় জানতাম সম্মান দিলে সম্মান পাওয়া যায়,
বড়বেলায় জানি সম্মান দিলেও লাত্থি উষ্ঠা খেতে হয়।।


ছোটবেলায় জানতাম উপকারীর উপকার স্বীকার করতে হয়,
বড়বেলায় জানি উপকারীকে বাঁশ দিতে হয়।।


ছোটবেলায় জিজ্ঞেস করতো বড় হয়ে কী হবো? উত্তর ছিলো ডাক্তার, ইঞ্জিনিয়ার,
বড়বেলায় এসে দেখি ভালো মানুষ হওয়া ছাড়া আর কিছুই হওয়ার দরকার নাই।।


ছোটবেলার দেখা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতাম,
বড়বেলায় সেই সব স্বপ্ন গুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া মানুষ গুলোকে দেখি।।


ছোটবেলায় বড় হতে চাইতাম,
বড়বেলায় আবার, আরেকটি বার ছোট বেলায় ফিরে যেতে চাই।।