বেলা শেষ হলে আলো নিবে যাবে,,
দিন পেরিয়ে রাত্রি নেমে আসিবে
সকালের সূর্যটাও সন্ধ্যার আকাশে মিলিয়ে যাবে,,
পাখিরা ও গান গাওয়া বন্ধ করে দিবে
ফুলেরা নিস্তেজ হয়ে চুপসে যাবে
কিন্তু আমাদের ভালবাসা রয়ে একই রকম!
রয়ে যাবে প্রতিটা মুহুর্তের স্পন্দন!
রয়ে যাবে প্রতিটা আকাঙ্কা
থেকে যাবে তোমার তরে পরিপূর্নময় ভাললাগা!
সেটা হোক হাজার বছর ধরে!


পূর্নিমা ফুরিয়েও আমবস্যা নামিবে,,
আবার মেঘেরাও চাঁদ কে আড়াল করিবে,,
তারা গুলোও মাঝে মাঝে লুকিয়ে যাবে,,
মৃদু বাতাসও  যে হঠাৎ ক্ষনিকের জন্য হারাবে
ঝিরিঝিরি বৃষ্টির শব্দটাও আবার বন্ধ হবে
সমুদ্রের  ঢেউ গুলো শান্ত হয়ে যাবে
নদীর কলতান ও অল্প সময়ের জন্য থেমে যাবে
কিন্তু আমাদের ভালবাসা কখনও থেমে যাবে না
থেমে যাবে না প্রতিবার তোমাকে পাওয়ার আকুলতা
থেমে থাকবে না কখনও আমাদের পথ চলা
থামাতে পারবে না কেউ আমাদের বন্ধন!!


কারণ আমাদের ভালবাসা যে সত্যিকারের
সেখানে নেই কোনো ছলনার আবাস
তোমার আমার ভালবাসা পবিত্র!
সেটা  যে পুরো পুরিই বিশুদ্ধ!
আমাদের ভালবাসায় কোনো  নেই কোনো ভুল
নেই এখানে কোনো অপরাধ!
আমাদের ভালবাসা অপবিত্র নয়,, বরং পবিত্র!!
আর সেটা যে থাকিবে জীবনবর!!