তোমাকে দেখেছি প্রিয় কোন এক ব্যস্ত দুপুরে,
কোথায় যেন যাচ্ছিলে বড্ড তাড়াহুড়ো করে।
আগেপিছে না ভেবে আমি নিলাম তোমার পিছু-
হঠাৎ তুমি আমাকে প্রশ্ন করলে, "বলবেন কিছু?"


আমি মাথা নিচু করে ঘাড় নাড়লাম একটিবার,
তুমি রাগভরা কণ্ঠে বললে, "পিছু যদি নেন আর,"
বোকার মতো দাঁড়িয়ে তোমার যাওয়া দেখলাম-
মনে মনে কতবার যে তোমাকে পিছু ডাকলাম!
তুমি শুনলে না, একটাবার পেছনে ফিরলে না,
এই ছেলেটার চোখের ভাষাটা তুমি বুঝলে না।


সেদিন তোমায় দেখেছি আর তোমার দেখা নেই,
তবু আজও আমার দিন কাটে তোমাকে ভেবেই।
তোমায় খুঁজেছি আমি ঐ রাস্তায়, ঐ রেলস্টেশনে,
তোমাকে খুঁজতে কতবার যে আমি চড়েছি ট্রেনে;
তবুও সেই তোমার দেখা পাইনি আমি কোনখানে,
কবে যে তোমায় খুঁজে পাব আমি বিধাতা জানে!


শুনেছি, পৃথিবীটা নাকি ছোট, বেশি বড় নয়-
ঘুরেফিরে একজনের সাথে বারবার দেখা হয়।
তবে কেন আমার সাথে তোমার দেখা হয় না?
তোমায় ছাড়া এভাবে তো আর বাঁচা যায় না।