লিখা লিখিটা ছেড়ে দিয়েছি
বছর চারেক হবে  
তাইতো তুমি জানতে পারোনি
কি হয়েছে কবে ।
সত্যি বলতে,একটা সময় ছিলো তখন !
অপেক্ষাতে থাকতে তুমি রোজ
আমার গল্প আসবে কখন .!


লিখায় আমার, ছিলো না তেমন কিছুই-
কি যে সব লিখতাম - যা তা ।
তবুও তুমি যেতে না  কখনো ভুলে
তোমার উত্তর দিয়ে ভরিয়ে দিতে পাতা ।  


আমি এখন বড্ড বদলে গেছি,
ওসব লিখা টিখায় আর বসে না মন ।
যদিও সত্যি হলো -
সময় আর হয়না এখন তেমন
ব্যস্ত থাকি মেটাতে প্রয়োজন ।


এই দেখতো -
বলতে তোমায় ভুলেই গেছি-কেমন আছো !
শুধু নিজের কথাই বলে যাচ্ছি  
আর তুমি তাকিয়ে আছো ।


কি ব্যপার বলো তো !
কিছু বলছো না যে .?
কত কিছুই তো বলে গেলাম
তুমি শুধু তাকিয়ে আছো, অবাক চোখে ।


জানো- টুনটুনি'টা অনেক হয়েছে বড়,
মাঝে মাঝে সেও গল্প শোনায় এসে-
কখনো তার চোখের কোনায় জল
কখনো দেখি
কি যেন তোমায় বলছে হেসে হেসে ।


সত্যি বলতে তুমি চলে গিয়েছো,
বদলে গিয়েছে  সব ।
শুধু পরে আছে দেয়ালে আঁটানো ছবি ,
আর তোমার স্মৃতি মাখা অনুভব।  


কোন কিছুতে আর বসাতে পারিনা মন ।
ভাবতে শুধু ভালো লাগে- তোমার প্রয়োজন ।