শহরে কখনো আকাশ নীল হয়না,মেঘ জমেনা,বৃষ্টিও হয়না
আমার শহর পরিত্যক্ত মরুভূমি
যেখানে শীতলতা বলতে কোনো শব্দ নেই
এখানে জলন্ত উঞ্চতার রাজত্ব।


আমার শহরে কখনো সূর্য কিংবা চাঁদের আলো প্রবেশ করেনা
এখানে আলোর কোনো অস্তিত্ব নেই, অন্ধকারের চিরস্থায়ী বসতি।


আমার শহরে হিংম্র দানব ব্যততি সুশীলদের জায়গা নেই
নেই কোনো বিবেক এর স্থান।
এখানে মানবতাকে খুন করা হয়।


আমার শহরে প্রেম,ভালোবাসা, রোমান্টিকতা নিষিদ্ধ।
এখানে শুধু দুঃখ, কষ্টের প্রবেশীধিকার


আমার শহরে কল্পনাকে অগ্রাহ্য করা হয়
এখানে বাস্তবতা ব্যতীত স্বপ্ন কিংবা কল্পনা গ্রহনযোগ্য নয়।


আমার শহরে গনতন্ত্রের স্থান নেই
এখানে আমার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত
আমার শহরে আমিই রাজা,আমিই প্রজা
আবার ভিলেনও আমি