কি লিখবো তাই
ভেবে না পাই,
যদিও ভেবে পাই
তার কথা পড়লে মনে সব হারিয়ে যায়,
বকুল গাছের নিচে বসে ভাবছি আমি তার কথা,
ক্লাস সিক্স'র ক্লাস রুম থেকে বেলকোনির আড্ডা।
যখন ছিলাম ছোট,
লাগতো তোমায় অনেক ভালো।
হয়ছে বলা মনের কথা বহুবার,
কিন্তু ফিরিয়ে দিয়েছিলো সে আমার লাভ লেটার।
বলছি তোমায় শুনো প্রিয়,
লিখছি তোমায় নিয়ে গল্প কথা।
ক্লাস শেষে চলতো একসাথে হাইবেঞ্চ কলম খেলা,
হারতে তুমি করতে আড়ি,
খেলা হতো লন্ডভন্ড।
আমরা দুজনে করিয়াছি খেলা,
কোটি প্রেমিকের মাঝে বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর সাজে- পুরাতন প্রেম নিত্যনতুন সাজে।
তোমার প্রেমে ছিলাম বড্ড পাগল,
মানতাম না কোনবাধা,
তোমার জন্য দিতাম পাড়ি ডিঙ্গী নৌকা
খরস্রোতা নদী।
প্রিয় নাকি এখন পড়ে বড় কলেজে
হয়ছে অনেক অনেক বড়,
এখন নাকি তার হাজার ক্রাশ।
কাজল কালো আখী তার,লম্বা ঘণ কেশ,
নামটা তার বাহারী রেখেছি নাকি কল্যানী।
আখি মেলে দেখতে চায় সারাক্ষণ,
অবাকরূপে চাইয়া থাকি ভেবে পাই না কিছু |
তখন ভালোবাসা ফুটে উঠতো প্রেম পত্রের বাহারে,
নিঃস্বার্থ প্রেমিক অপেক্ষারত,
নীল খামে পুরা উত্তরে অপেক্ষাতে।