মাগো আজ তো নববর্ষ,
            ইলিশ খাবো,
থাকগে বাবা ইলিশ সে,
            তো স্বর্ণ মূল্য,
তার চেয়ে বরং চেতনা খা,


মাগো তবে একটু রঙ্গীন কাপড়?
           বাপু কাপড় সে
তো  ক্ষমতার বস্ত্র তার চেয়ে বরং
           স্বাধীনতা টুকু খা।


মাগো তবে ভাত টুকুই দাও,
           বাপু  ভাত সে
তো চোরের সম্বল,তার চেয়ে বরং
           মানচিত্র খা।


মাগো তবে তোমার কোলে ঠাই?
        বাপু আমার কোল?
সে তো দ্রোহী হায়েনার দখলে।


মাগো তবে করবোটা কি?
         চিবিয়ে খা
চেতনা, স্বাধীনতা, মানচিত্র।


তারপরেতে আর কি হবে মা?
     বস্ত্রহীন পথে ঘুরবি
ক্ষুধার যাতনায় মরতে বসবি।


তবুও হবে না যে তোর মরন।
    শোষন আরো বাকি
রোগে তাপে পুড়বি শেষে।


শেষ ঠাই টুকু পাবো কোথায়?
         মরনে বাপু
আমার কোলে চিরনিদ্রায়।


তারপর কি করবো শেষবেলায়?
     খোদার কাছে বিচার
যারা প্রাণ থাকতে নয় মরণে দিলেন
     তোরে আমার বুকে ঠাই।
    
মাগো!
   আর ডাকিসনে ঘুমিয়ে থাক।
চেতনা স্বাধীনতা মানচিত্র চিবিয়ে।