এই দিনগুলো যেমন কাটে তেমনি কাটে।
জীবনের কোন খারাপ দিন নেই, কিংবা খুব ভালো দিন নেই।
মাঝামাঝি দিনগুলোর জন্য পথ চেয়ে রই আমি।
হঠাৎ শীতল হাওয়া আমাকে চমকিত করে,হাওয়ার মাঝে তোমায় খুঁজি।
হৃদপিন্ডের  রক্ত স্তব্ধ হয়ে আসতে চাই।
তোমার আত্মা যেন নীড়ে ফিরে আসতে চায়।
আমি দ্বার খুলে, ঠেশ দাঁড়িয়ে থাকি,পথ চেয়ে রই।
এ বাড়ির ও বাড়ির সকলে বলাবলি করে
মেয়েটার বুঝি পা ব্যথা করে না!
ক্লান্ত নই আমি,জানো তো ক্লান্ত কখন হয় মানুষ?
মানুষ ক্লান্ত হয় ভালো না বাসলে, ক্লান্ত হয় ঘৃণায়, অশ্রদ্ধা আর অভক্তিতে!


গতকাল যা হারিয়ে গেছে তা পাওয়া যাবে
বলে অপেক্ষায় থাকি,প্রতীক্ষায় মানুষ বেঁচে থাকে।
কেউ ফিরবে এমনি প্রতীক্ষায় মানুষ বাঁচতে পারে।
যদি কেউ জানে সে আর ফিরবে না তবে তো মানুষ ক্লান্ত হয়ে যাবে,
ভেঙে-চুরে নিজেকে সপেঁ দিতে চাইবে মহাকালের গর্ভে।
ভাববে বেঁচে থাকার কী-বা সুখ।
কিন্তু তাদেরকে যে বেঁচে থাকতেই হবে, আর ভাগ্যলিপিতে এমনটায় লেখা আছে।
তাদেরকে বাঁচতে হবে অন্য কিছু মানুষের মনে আলো জ্বালাতে।
সমুদ্রের ধারে যে মানুষগুলো দিক  হারিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙা মোমবাতি হাতে নিয়ে তাকে যে বন্দরে যেতে হবে?


সরাতে হবে দু'হাত দিয়ে পৃথিবীর অসুখ।
দেখতে হবে জাহাজের গা' বেয়ে ক্রমান্বয়ে ওঠে যাচ্ছে একটি  হার না মানা শামুক।
বেঁচে আছে  প্রতীক্ষার প্রহর গুনে গুনে , জানি ফুল ঝরে গেলেও তার শাখা ঠিকই রয়ে যাবে!
ফুল ফুটবেই এই জীবনে কিংবা গাছের প্রতিটা শাখায় শাখায়।
সুগন্ধি ছুঁয়ে শুদ্ধ করে দেবে তোমাদের ওই নষ্ট হৃদয়।