ভালবাসার শিকল আজ পেঁচিয়ে গেছে!
সার্থকতার আকাশে করেছে মেঘের ভীড়।
পরিস্থিতিটা যে ভিন্নতায় বদল হয়েছে!
পরাহত অশ্রুতে গড়েছে বেদনার নীড়!


হৃদয় মাঝে ভীষন আকৃতির ক্ষত ধরেছে!
কিন্তু মিথ্যা হাসিটা রয়ে গেছে অক্ষত!
মরিচাবিহীন ভালোবাসাও থেকে গেছে!
নিশীথে মনে পড়াটাও আছে অনবরত!


বিচলিত মায়াতে আজ সবকিছু বাঁধা পড়েছে!
শুধুমাত্র শুন্যতাটা হলো কারো উপস্থিতির!
সিক্ততার প্রবাহ  যে সেই একইভাবে ভাসছে!
তবে তাতে তো ব্যর্থতাই আছে অনাবিল!


সবকিছুর যে খুব দ্রুততম বিবর্তন হয়েছে!
পেয়েছে পরিবর্তনের সব কাঙ্ক্ষিত ফল!
বিষাদের অশ্রুসিক্ত নয়ন আজ ক্লান্তিত!
তাও সময়ের সাথে মিলিয়ে যাচ্ছে অনর্গল!