প্রিয়,
হায়!কি অধিকারে তোমায় প্রিয় ডাকি বলো তো?
যে যাই বলুক,তুমিও বা আমায় তাচ্ছিল্য করো না কেন প্রিয় কে কি 'প্রিয়' না বলে বাঁচা যায়?


আমি ঐ সুহাসিনীর মতো মোহনীয় হাসি হাসতে জানি না,
দীঘল কালো চুলের ছায়ায় ঢাকতে জানি না,যে চুলের গভীরতায় তুমি কবিতা লিখবে...


গুছিয়ে কথা বলতে জানি না সুভাষিণীর মতো,
গাইতে জানি না সুরেলা কন্ঠে!
অতো বিশাল জ্ঞানী কথা বুঝে উঠি না আমি,বলতেও জানি না...


গ্লিস দেয়া ফর্সা স্কিন নেই যা দেখে ক্রাশ খেতে পারো,
হাসলে গালে টোল ও পরে না যা দেখে তুমি প্রেমে ডুবে যেতে পারো।
সুন্দর হাতে কবিতা লিখতে জানি না,
সব যেন উলটে এক সাগর হয়ে যায় তোমায় ভাবলে!


তবে জানো তো?
একরাশ মুগ্ধতা নিয়ে তোমায় অপলক দেখতে জানি,
সুন্দর করে হাঁটতে না জানলেও শীতের পাতাঝড়া পথে খালি পায়ে তোমার সাথে হাঁটতে শিখে নিবো।
শাড়ি পরতে না জানলেও,শরতের পূর্নিমায় সাদা শাড়ি পরতে ভুলবো না!


তুমি কি আমার কানে ফুল গুঁজে দিবে?!


হায়!
কি ভাবছি বলো তো!
রমনীয় ভাব ছাড়া কি কেউ প্রেমে ডুবে?


প্রিয়,তুমি মনের গহিনেই থেকো...প্রিয়...