পুরুষ তুমি সুন্দর সম্মানে,
রাস্তার পাশে দাঁড়িয়ে শিস কিংবা গানের লাইনে তুমি বেজায় অসুন্দর।
তুমি কি বোঝোনা-
নারী দর্শনে তোমার মুখে উচ্চারিত সব অশালীন বাক্যে তুমি হও ঘৃণিত?
জানো তুমি সুন্দর মুগ্ধতায়,
জোর করে কেঁড়ে নেওয়া শরীর উপভোগে তুমি একটা নিকৃষ্ট  হায়না।
তুমি কি খেয়াল করেছো-
নারী জাতির মাংসের প্রতি তোমার লোলুপ দৃষ্টি তোমাকে বানিয়েছে মানুষ নামের অমানুষ?
পুরুষ তুমি সুন্দর ব্যক্তিত্বে,
পথ রোধ করে দাঁড়িয়ে কর্কশ কন্ঠের হুমকিতে তুমি খুবই জঘন্য।
তুমি কি জানোনা-
অন্যের জীবনে জোর করে খাটানো তোমার দাপট তোমাকেই নামিয়ে দেয় নিচুতে?
শোনো তুমি সুন্দর মায়াতে,
নাক-মুখ দিয়ে উড়ানো নিকোটিনের বিশ্রী ধোঁয়ায় তুমি বড্ড বেমানান।
তুমি কি দেখেছো-
নেশার আচ্ছন্নতা তোমাকে দিনের পর দিন আঁটকেছে সভ্যতা থেকে অসভ্যতার দেয়ালে?


রাস্তার অচেনা মেয়েটি যখন তোমার কাছে নির্ভয়ে সাহায্য চায়,
তুমি সেই বিশ্বাসে সুন্দর।
অশালীন পোশাকের মেয়েটিও যখন তোমার দৃষ্টির লক্ষ্যনীয় বস্তু নয়,
তুমি ওই  দৃশ্যে সুন্দর।
রাস্তা পারাপারের সময় প্রিয়জনের হাতটা শক্ত করে যখন ধরো,
তুমি তখন ওই দায়িত্বে সুন্দর।
অন্ধকারে একলা চলা মেয়েটি যখন তোমার কাছে বোনের মর্যাদা পায়,
তুমি সেই শ্রদ্ধায় সুন্দর।
খুব সংশয় নিয়ে যখন তুমি প্রেয়সীকে ভালোবাসি বলো,
তুমি সেই লাজুকতায় সুন্দর।
কলুষতা বিদেয় দিয়ে যখন তুমি প্রিয় মানুষটিকে আগলে রাখো,
তুমি ওই পবিত্রতায় সুন্দর।
দাঁড়িয়ে থাকা নারীর জন্য যখন তুমি তোমার আসন ছেড়ে দাও,
তুমি সেই সম্মানে সুন্দর।
মেয়েটি যখন অত্যন্ত নিশ্চিন্ত মনে তোমার কাঁধে মাথা রাখে,
তুমি ওই ভরষায় সুন্দর।


পুরুষ তুমি সুন্দর সভ্যতায়,
দাপটতায় নয়।
হ্যাঁ তুমি সুন্দর স্বচ্ছতায়,
প্রতারণায় নয়।
পুরুষ তুমি সুন্দর নারীর অভিমানে,
অভিশাপে নয়।


পুরুষ তুমি সর্বদা সুন্দর থাকো,
জাগিয়ে রাখো তোমার সৌন্দর্যের সবটুকু আলো।
এ সমাজ থেকে মুছে ফেলা হোক,
তোমার জাতের পেছনে লেগে থাকা সবটুকু কালো।