এই যে হ্যালো, হুম, শুনছি বলো!
মন খারাপ নাকি? ভালো বোঝো দেখছি।
আচ্ছা কি হয়েছে? বড্ড মেঘ করেছে!
বৃষ্টি আসবে নাকি? এসে গেছে বইকি!
তোমার না বৃষ্টি পছন্দ? হুম, ভিজতে আনন্দ।
তবে কেন খারাপ মন? মেঘ ডাকছে এখন।
উহ! ঘরে যাও আগে। বলো কেমন লাগে?
আচ্ছা রাখি আমি। কোথায় যাচ্ছ তুমি?
পাগলীটার কাছে। আরও প্রেমিকা আছে?
ধূর! কী যে বলোনা! কয়টা কদম আনোনা।
এই বৃষ্টিতে? এখন? হুম, আসছো যখন।
আচ্ছা পেলে আনবো। আমি শাড়ি পরবো?
হুম, পায়েলও লাগিও। তুমি বরং পরিয়ে দিও।
তাই? একটা টিপ পরো! কেমন? ছোট নাকি বড়ো?
একটা পরলেই হলো। এড়িয়ে গেলে? ভালো!
চোখে কাজল দিবে? বৃষ্টিতে ভিজে যাবে।
কাজলে তোমায় ভাল্লাগে। কই? বলোনিতো আগে!
এই পাগলী শোনোনা, হুম শুনছি বলোনা!
কদম না পেলে তখন? আচ্ছা রাখছি এখন।
বেলী হলে চলবে? খোঁপা করে আনবে!
আচ্ছা বাবা আনছি। জলদি এসো, রাখছি!