অপরুপ দৃষ্টিতে ছিলাম তাকিয়ে জানালার ধারে
দেখছিলাম আকাশটাকে আজ অনেক কাছ থেকে।
আকাশটাও আজ অভিমান করেছে আমার সাথে,
গোমড়া মুখ করে আছে বসে।
পিছন থেকে ডেকে বলে
দেখছ কি সারাদিন বসে জানালার ধারে??
কই না তো কিছুই দেখি না,
মনটা যে আজ বরই অভিমানি
পাশে বসে হাতটা টেনে বলে,
আরে পাগলি কান্দছো কেন
চোখের কোনার জল মুছে বলে আমি আছি না তোমার পাশে
ভয় কিসের।
ধূর পাগল কোই কান্দছিলাম,
পড়ছে ধুলা চোখে, বের হয়েছে তাই জল।