আমি দিপ্ত,আমি ক্ষিপ্ত
আমি কলমের বল্লমধারী,
আমি উওাল,আমি উন্মাদ
আমি অন্যায়ের বিনাশকারী।


আমি সূর্য,আমি তেজ
আমি জাতির মেরুদন্ড,
আমি চন্দ্র,আমি নিশাচর
আমি অপশিক্ষা করি পঙ্গ।


আমি ছাএ,আমি রুধিরাক্ত
আমি হুংকার,নইকো হাসির পাএ।


আমি ৫২,আমি রফিকের বুলি
আমি"জয় বাংলা" মুখে
বুকে মেখে নিব গুলি।


আমি হাসি,আমি দুঃখ
আমি ন্যায় স্রোতের বন্যা,
আমি রুমি,আমি যুদ্ধা
আমি জাহানারার গর্বিত কান্না।


আমি ৬৯,আমি গনঅভ্যুন্থান
আমি "স্বৈরাচার নিপাক যাক"-ধারী,
আমি বাংলার বুকে পতাকা উড়াই বলে
শত্রুর বুলেট কাড়ি।


আমি ৭ই মার্চ,আমি বজ্রকন্ঠ
আমি এক ঢাকি,
আমি মনন্তর,আমি শিল্পী
আমি বাংলার পতাকা আকিঁ।


আমি চির উন্নত মম শির,
আমি বুকে ধরে রেখেছি,
এিশ লক্ষ বীর।
হ্যাঁ,আমি ছাএ,উদ্ধত
আমি মানি না কোন বাধা।
আমার বুকে রক্ত দিয়ে
বাংলার মানচিএ আকাঁ।


আমি অরিন্দম,আমি দুর্বার
যুগান্তরের পাতায় আমি ছাএ সবার।