মুক্ত বাতাস আনতে খোকা
ঘর ছেড়েছে সেই যে
সেই থেকে রোজ খুঁজেই মরি
খোকন কোথাও নেই রে
খোকন সোনা আর আসে না
দুধ খায় না বাটিতে
খোকন আমার ঘুমিয়ে আছে
রক্তভেজা মাটিতে
আনলো কিনে স্বাধীনতা
ফিরলো না নিজে
মনটা শুধু তারে খোঁজে
চোখের জলে ভিজে