একদিন লক ডাউন উঠে যাবে,
শান্ত পৃথিবী আবার অশান্ত হবে-
করোনার ভয়ানক থাবা নিরুদ্দেশ হবে,
এক কাপ চা হাতে খবরের কাগজে চোখ বোলাতেই দেখা মিলবে কালো কালিতে মোটা অক্ষরে লেখা পরিচিত শিরোনাম __
“বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,নিহত কুড়ি,আহত শতাধিক।”
যেদিন লক ডাউন উঠে যাবে,
শান্ত পৃথিবী আবার অশান্ত হবে-
সরকার হাঁপ ছেড়ে বাঁচবে,মন্ত্রী মিনিস্টারদের মুখে উন্নয়ন এর বুলি ফুটবে।
টিভি খুললেই দেখা মিলবে ঢাকা শহরের সেই চিরচেনা জ্যাম এর খবর।
গাড়ির পিপ পিপ হর্ণ কানে তালা লাগিয়ে দিবে,
কল কারখানার কালো ধোঁয়া আবার ভেসে  বেড়াবে নীল আকাশে,
বিষাক্ত বর্জ্য পদার্থ আর নেশার রাজ্য আবার সমৃদ্ধ হবে,
মুক্ত বাতাসে শ্বাস নিতে বেশ কষ্ট হবে।
যেদিন লক ডাউন উঠে যাবে,
শান্ত পৃথিবী আবার অশান্ত হবে,
ঠিক আগের মতোই,
হত্যা- খুন,রাহাজানি,ধর্ষণ এর সংবাদ দৈনিক  খবরের কাগজের ফ্রন্ট পেইজে ছাপবে।
আবার রাজপথে বের হবে নির্বাচনের মিছিল,
আবার হবে__“বদ্ধ ঘরে গনতন্ত্র ধর্ষণ ”
নামধারী পুলিশ আর হলুদ সাংবাদিকের পকেট আবার ভারী হবে।
অর্থনীতি আর উন্নয়ন এর আলোচনা করতে করতে একদল বুদ্ধিহীন বুদ্ধিজীবীর এক পা গর্তে চলে যাবে।


যেদিন লক ডাউন উঠে যাবে,
শান্ত পৃথিবী আবার অশান্ত হবে-
'দিন আনে দিন খায়' মানুষ গুলো হাসি মুখে কাজে ফিরবে।
ডাক্তার, নার্সরা নিস্তার নয়-
তবে,একটু অবসর অবশ্যই পাবে,
চায়ের আড্ডায় প্রিয় ক্যাম্পাসটা আবার মুখরিত হবে,
টিএসসিতে প্রমিক জুগল খোশগল্পে মতে উঠবে।
আবার টং এর দোকানে চা আর সিগারেটের ভাগাভাগি হবে,
একদিন লক ডাউন উঠে যাবে,
শান্ত পৃথিবী আবার অশান্ত হবে।