হাসবো আমি হা হা করে
শুনবো নাতো মানা ,
না হাসলে কেউ চিনিয়ে দেব
হাসির ঠিকানা ।
কাঁদতে কাঁদতে হাসবো আমি
মন খারাপেও হাসি ,
হাসির মাঝেই সুখের মেলা
কষ্ট গলার ফাঁসি ।
মজা করে হাসি আমি
ঘুমের মাঝেও হাসি ,
শয়তানিতেও মুচকি ভাবে
হাসতে ভালোবাসি ।
হাসির মাঝেও শিল্প আছে
সবারই চায় জানা !
গোমরা মুখো হাসো সবাই,
হাসতে যে নেই মানা ।
হাসি শেখা দারুন সোজা
তোমরা কি তা জানো ?
শিখলে হাসি থাকবে ভালো
আমার কথা মানো ।
অকারনে হাসলে নাকি
পাগল বলে লোকে !
তাদের বলো কেন হাসির
কারণ দেবো তোকে ?
অতীতের ঐ কালো ছায়া
নিছক কালো শোক;
হাসি দিয়েই ভাসিয়ে দাও
কষ্টেরই পরত ।
তাইতো আমি হাসি শেখায়
হাসির কারিগর ***
স্বপ্ন দেখি হাসির মাঝেই
বাঁধবো আপণ ঘর ।
আমার সাথেই হাসো তুমি
তোমার সাথে তারা.....
প্রতিদিনি কষ্টগুলো
লুকিয়ে রাখে যারা ।
হাসবো সবাই নিজের মতো
মেলে দিয়ে প্রাণ ,
হাসির সাথেই গাইবো সবাই
জীবনেরই গান ।।