কেউ একজন থাকা দরকার,
যাকে সব খুলে বলা যায়,


যাকে সব কিছু ভেঙ্গে চুরে বলা যায়,
ভালো,মন্দ সব কিছু দম বন্ধ করে বলা যায়!


ঠিক এমন কেউ,
যে মনোযোগ দিয়ে সব কথা শুনবে ,


মনে যা ইচ্ছে হবে বলতে, গরগর করে সব বলবো,
সে সবটা শুনবে!


এমন কেউ থাকা দরকার,
যে শুধু শুনেই খ্যান্ত নয়,
বরং জানার জন্য আরো ব্যকুল হয়ে থাকবে।


কেউ একজন দরকার,
যে কিনা মন খারাপ বলার আগেই বুঝে নিবে,


যে কিনা মুখের মিথ্যা হাসি দেখে বলে দিবে,
মন ভালো করার জন্য উতলা হয়ে যাবে!


আর আমি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইবো তার দিকে।


এমন একজন থাকা দরকার,
যার সাথে অনেক অভিমান করবো,


সেকেন্ডে, সেকেন্ডে অভিমান করবো।


আর যে, অভিমানের কারণ বলার আগেই সবটা বুঝে নিয়ে কাঁধে মাথা রেখে বলবে,"সরি"!!


এমন একজন থাকা দরকার,
যে মানসিক ভাবে ভেঙ্গে যেতে দিবে না শত হতাশা,ব্যর্থতার পরও!


যে অনুপ্রেরণা দিবে খারাপ সময়ে,
ভরসার হাত বাড়িয়ে দিবে।


কেউ একজন থাকা দরকার,
যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়!


ঠিক এমন কেউ যাকে ভরসা করা যায়,
পৃথিবী বদলে গেলেও সে বদলাবে না কখনোই।


মাঝ রাতে কোনো দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে,
ঝাপটে জড়িয়ে ধরে বলবে,
"ভয় পেও না, কিচ্ছু হবে না,এইতো আমি তোমার পাশেই আছি।"


কেউ একজন,হ্যাঁ ঠিক এমন কেউ থাকা দরকার যে,
অসুস্থ হলে সেবা না করলেও,
শরীরের তাপমাত্রা দেখার বাহানায় অন্তত কপালে হাত রাখবো,


খুব আহ্লাদী কণ্ঠে বলে উঠবে,
"ইস,জ্বরে তো গা টা পুড়ে যাচ্ছে ""।
খুব আহ্লাদী দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে,
তার চোখ থাকবে জলে ছলছল!


যার মনে সর্বদা থাকবে,
এই আমিটাকে হারিয়ে ফেলার ভয়!


কেউ একজন থাকা দরকার,
যে আমার এই আমিটাকে বুঝবে,
যে আমার ছোট্ট চাহিদাগুলো পূরণ করার জন্য
চেষ্টা করবে!


পৃথিবীতে এমন কেউ থাকা দরকার,
যে এই সাধারণ আমিটার জন্য ব্যকুল হয়ে থাকবে।


সামান্য কাছে পাওয়ার তীব্র আকাঙ্খা যার মনে সর্বদা নাড়া দিবে!


হ্যাঁ,সত্যি বলছি,
পৃথিবীতে মানুষের এমন কেউ একজন থাকা দরকার,
যে তাকে খুব আগলে রাখবে!!
ছোট ছোট যত্ন দিয়ে তাকে ভালো রাখবে!!