ব্যস্ত শহরটাকে আজ স্তব্ধ মনে হয়
অরুণ প্রাতের তরুণ সূর্যকে দেখতে পাই না;
আত্মাকে প্রাণহীন মনে হচ্ছে আজ
কেন আজ আমি শুনতে পাই না ব্যস্ততার নিনাদ?
কেন আজ এ নির্জীবতা,প্রাণহীনতা?
সদ্যফোটা পলাশটি আজ বিমর্ষ
নবজাত শিশুটির মুখে স্নিগ্ধ হাসি নেই ,
জীবিত আমার মাঝেও আজ প্রাণ নেই,
যেন এক জিন্দা লাশ।
ব্যাকুল চিত্তে ভাষাহারা; ভাবি,
একি তবে প্রকৃতির প্রতিশোধ ?
স্তব্ধ ধরণীকে দুর্বিষহ মনে হয়
তবুও এ নৈরাষ্যের মহার্ণবে জেগে ওঠে আশা,
আবার ফিরে পাবো ভাষা
সব কালিমাকে ঘুচিয়ে দিয়ে সূর্য আবার আসবে,
প্রাণহীনতার রেখা মুছে দিয়ে শিশুটি আবার হাসবে।