অনেকদিন আমি একটা মুক্ত আকাশের কথা ভেবেছিলাম।
ভেবেছিলাম আমার মনে নীল রংয়ের তারুণ্যের কথা।
ভেবেছিলাম আমি মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নেবার কথা।
ভেবেছিলাম পাখির মত ডানা মেলে উড়ে যাবার কথা।
বাঁধা বিপত্তিহীন অভ্রান্ত ভাবনাগুলোর স্বাধীনতার কথা।
প্রচণ্ড ঝড় দুমড়ে মুচড়ে দিয়ে যায় ভাবনাগুলো; শিকড় গজায় না৷
ডালপালাতে ঝরার পর্ব শুরু হয়।
ঝরে ঝরে হয় একদিন নিঃসম্বল, একাকী, অসহায়।
কেন ভেবেছিলাম আমি এত কথা? মিছেমিছি আজ কেন এত ব্যাথা?
আমি চলে যাব৷
.
আমি চলে যাবো দু'চোখ যেদিকে যায়
দৃষ্টির সীমানা পেরিয়ে বহুদূরে৷ সমুদ্রে, পাহাড়ে কিংবা অরণ্যে৷
কোথাও পাবে না খুঁজে আমাকে।
আমি চলে যাব কনফুসিয়াসের হেঁটে যাওয়া গিরি পথ ধরে,
ক্ষয়িষ্ণু সভ্যতার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে৷
আমি যাব এবং চলে যাব৷
যদি পারো খুঁজে নিও। আমার শ্বাশত ঠিকানা অনাগত জীবনের নীল খাম ছিঁড়ে পড়ে নিও..
শতাব্দীর অভিধানে জীবনের পরিভাষা।