সত্যি বলতে আমার কোনো  ঠিকানাই নেই,
দিন শেষে ক্লান্ত হয়ে যেখানে ফেরা যাবে!


আমার  প্রিয় কোনো মানুষও নেই
যার কাছে নিজের রাগ,দুঃখ,কষ্ট, ছোট ছোট অনুভূতি গুলো বলা যাবে!
যাকে অনুভব করা যাবে প্রতিটি সময়!
  যাকে প্রতিনিয়ত ভালোবাসা যাবে!


আমার যে আকাশও নেই!
যেখানে মনের কথাগুলো লিখা যাবে!
ঐ যে দূরের আকাশটা,
আমি ভেবেছিলাম ঐ আকাশটা আমার কিন্তু না,
দিনশেষে এটাও জানা হলো ঐ আকাশটাও আমার না!


আমার বলতে এ পৃথিবীতে কেউ নেই,
শুধু আমি ছাড়া !


কিন্তু আমি তো খুব করে চাইছি আমারও একটা
ঠিকানা হোক যেখানে কারণে-অকারণে,
নিয়মে-অনিয়মে ফেরা যাবে,
যেখানে একটু স্বস্তিতে নিঃশ্বাস নেওয়া যাবে!


আমিও চাই ঐ আকাশটা আমার হোক,
আর আমি মনের সব গোপন কথা লিখি আকাশের বুকে!


আমি না সত্যি, সত্যিই চাই আমার একটা প্রিয় মানুষ হোক,
যে অগোছালো এই  আমাকে গুছিয়ে নিবে নিজের মতো করে!
যাকে ভালোবেসে হারিয়ে যাওয়া যাবে নতুন এক পৃথিবীতে!


কিন্তু সত্যি বলতে আজ আমার কিচ্ছু নেই,কিচ্ছু নেই,
বড্ড বেশী একা আমি!
আমার কেউ নেই !