এই পড়ন্ত বিকাল হয়েছে রঙিন
তুমি আসবে বলে ।
বাতাসে বাতাসে করিতেসে ফিসফিস
তুমি আমায় ডাকবে বলে ।


তোমারই অপেক্ষায়, বসে আছি নিরালায়।
চুপি - চুপি একা - একা ।
ছোট্ট একটি আশায়,
এখনই যে পাবো তোমারই দেখা ।


ঠোঁট জোড়া দুটি ভিজিয়ে নিয়েছি,
তোমারই সাথে কথা বলবো বলে।
বুকের উষ্ণ কাপড় বিছিয়ে রেখেছি,
তুমি বসবে বলে ।


মেঘের পরশ ঘেরা কেশ এলিয়ে রেখেছি
তুমি খোঁপা বেঁধে দিবে বলে ।
বেলিফুলের মালা পরেছি গলে
তুমি ঘ্রাণ নিবে বলে ।


ঘুরন্ত চঞ্চলা মন শান্ত করেছি
তোমারই কাছে সঁপে দিব বলে ।
কখন আসবে তুমি ?


এখনো কি হয়নি তোমার আসার আকুলতা !
নাকি অনুভবে বোঝনি !
এই ঘুরন্ত তরুণীর স্নেহ ব্যাকুলতা ।


আসি আসি করে,
গোধূলিলগ্ন যে গেল চলে।
সন্ধ্যার ছায়া পড়েছে যেন
পুকুরের ঘোলা জলে ।


চাতক যেমন চেয়ে থাকে
এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায় ।
তেমনি রহিবো আমি হাজার বছর ধরে
তোমারই আসার প্রতীক্ষায় ।।