গল্পের মেয়েটি ছিল ঝর্ণার মতো চঞ্চল
আর ছেলেটি উত্তাল সাগর।
নির্জন কোন অরণ্য ছিল মেয়েটি,
ছেলেটি তখনও কোন কোলাহল পূর্ণ শহর।
ছেলেটি যখন প্রখর দীপ্ত সূর্যের মত
জ্বলজ্বল করছিল,
গল্পের মেয়েটি তখন চাঁদের মতো শীতল হয়ে জোছনা বিলাচ্ছিল।
মেয়েটি মাটি হলে,
ছেলেটি হয়েছিল আকাশ।
ছেলেটি যখন ছিল সুদৃঢ় পর্বত শৃঙ্গ
মেয়েটি তখন হয়েছিল বয়ে যাওয়া মৃদু বাতাস।
ওদের ও প্রেম হয়েছিল,
ভালবেসেছিল একে অপরকে।
ঝর্ণা এসে মিশেছিল সাগরে,
জঞ্জালে ভরা শহর ও স্বাদ পেয়েছিল
এক টুকরো অরণ্যের ।
সূর্যের আলো দিয়েই জ্বলেছিল চাঁদ।
ভালবেসেই আকাশ নেমেছিল
মাটির বুকে।
বাতাস -ই কেবল ছুয়েছিল ওই পর্বত চূড়াকে।
ভালো ওরা ও বেসেছিল একে অপরকে ।