কতদিন ভেবেছি--
তোমায় নিয়ে একটা কবিতা লিখবো।
কিন্তু লেখা হয় না!
শত চেষ্টাতেও আমার মাঝে ছন্দ আসে না
লিখতে বসলেই কলমের কালি যায় শুকিয়ে।
আমি কবিতা লিখতে জানি না!


কত দিন ভেবেছি--
তোমাকে নিয়ে একটা গল্প লিখবো।
তোমার নামে নাম হবে কেন্দ্রীয় চরিএের
তাকে কেন্দ্র করে  বৃও হবে গল্পের।
কিন্তু লেখা হয় না!
মন বিদ্রোহ করে তোমায় লুকিয়ে রাখে
তোমার নাম ছুটন্ত ফড়িংয়ের মতো অধরা রয়ে যায়
আমি গল্প লিখতে পারি না!


অনেক অনেক ভেবে
তোমার হাসির একটা নাম দিয়েছি
মন ভালো করা হাসি
মেঘলা মনের তরী হয়ে
টালমাতাল আঁধারে ডুবে প্রকম্পিত হৃদয়ে
যতবার দেখেছি তোমার হাসি
সংক্রামক ব্যাধির মতো সুখ ছুয়ে গেছে আমায়।।
তোমার হাসি বিরহ চেনে না!!


ভালোবাসা বড্ড আপেক্ষিক ভয় হয়,
তাই দূরে রয়ে যাই!
তবু স্বপ্নে ভাসি দুঃস্বপ্নে ডুবে
কল্পলোকে ঘর বাঁধি তোমায় নিয়ে
আফসোস!!তুমি বাস্তবতা হবে না!!